অনুমতি পেল ‘শেষ চুম্বন’

বিনোদন প্রতিবেদক : মুন্তাহিদুল লিটন নির্মাণ করেছেন ‘শেষ চুম্বন’ শিরোনামের সিনেমা। ইতোমধ্যে শেষ হয়েছে এ সিনেমার শুটিং। সেন্সর বোর্ডে প্রদর্শিত হওয়ার পর বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে সিনোমটি।  সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মুন্তাহিদুল লিটন।

এ  প্রসঙ্গে পরিচালক মুন্তাহিদুল লিটন বলেন, ‘গতকাল সিনেমাটির সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছি। এখনো মুক্তির তারিখ ঠিক হয়নি। খুব শিগগিরই সিনেমাটির মুক্তির দিনক্ষণ ঠিক করব।’

তিনি আরো বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার সময় ছোট্ট শিশু শেখ রাসেলকেও হত্যা করা হয়। সে হিসেবে বলা যায় এই হত্যা রাষ্ট্রীয়ভাবে প্রথম শিশুহত্যা ছিল। তাই শিশুতোষ এ সিনেমাটি শেখ রাসেলকে উৎসর্গ করা হয়েছে। এটি মানবতার সিনেমা। এটি সমাজে শিশু নির্যাতনের বিরুদ্ধে একটি প্রতিবাদ।’

সিনেমার গল্প প্রসঙ্গে লিটন বলেন, ‘‘সিনেমায় পারিবারিক শিশু নির্যাতনের বিষয়টি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। এক বাবা তার মেয়েকে সব সময় নির্যাতন করত  কিন্তু মৃত্যুর সময় অনুধাবন করেন তিনি কন্যার প্রতি অন্যায় করেছেন। তাই মেয়েকে শেষবারের মতো একটি চুমু খেতে চান। এ জন্য সিনেমার নামকরণ করেছি ‘শেষ চুম্বন’ যা আপনাকে ভাবাবে, লোভ কী জিনিস তা বুঝাবে।’’

গত বছর ১০ এপ্রিল রাজধানীর প্রিয়াংকা শুটিং স্পটে এ সিনেমার শুটিং শুরু হয়। লাকি মুভি নিবেদিত সিনেমাটিতে অভিনয় করেছেন শিমুল খান, সাগর আহম্মেদ, তন্ময়, রাইসাসহ অনেকে। সিনেমাটিতে গান থাকছে মোট পাঁচটি। কণ্ঠ দিয়েছেন বাঁধন, ক্ষুদে গানরাজ আশা, এ্যানজেলা মঞ্জুর, দৌলদ হাসান। সংগীত পরিচালনা করেছেন এ্যানজেলা মঞ্জুর ও ওলিক। গানের কথা লিখেছেন পরিচালক নিজেই।