অনুমোদন পেল মডার্নার করোনা টিকা

বিশ্বজুড়ে করোনার তাণ্ডবে দিশেহারা বিশ্ববাসী। ক্রমেই বেড়ে চলেছে করোনার দাপট। এই অবস্থা নিয়ন্ত্রণে আনতে এবার জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য টিকা ও ওষুধ প্রস্তুতকারী মার্কিন কোম্পানি মডার্নার করোনা টিকার অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শুক্রবার এই অনুমোন দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ডব্লিউএইচও।

বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা বিষয়ক বিশেষজ্ঞদের ‘কৌশলগত উপদেষ্টা প্যানেল’ (স্ট্র্যাটেজিক অ্যাডভাইসরি গ্রুপ অব এক্সপার্ট— এসএজিই) মডার্নার করোনা টিকা বিষয়ক যাবতীয় তথ্য বিশ্লেষণ ও পরীক্ষা করেছে। সেখানে দেখা গেছে, করোনাভাইরাসের বিরুদ্ধে মানবদেহে ৯৪ দশমিক ১০ ভাগ প্রতিরোধী ক্ষমতা গড়ে তুলতে সক্ষম মডার্নার করোনা টিকা।

বিশেষজ্ঞদের মত, অত্যাধিক সংক্রমণ কবলিত দেশগুলো করোনার দ্বিতীয় এবং তৃতীয় ঢেউ পার করছে। এই পরিস্থিতিতে ডব্লিউএইচওর মডার্নার টিকার অনুমোদন সেই গণটিকাদান কর্মসূচিতে নতুন গতি সঞ্চারে সক্ষম হবে বলে আশাবাদী তারা।

পাশাপাশি অর্থনৈতিক ভাবে পিছিয়ে থাকা উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোতে নামমাত্র মূল্যে করোনা টিকা সরবরাহ করতে ২০২০ সালে ‘কোভ্যাক্স ইনিশিয়েটিভ’ নামে যে প্রকল্প শুরু করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও টিকা বিতরণকারী আন্তর্জাতিক দাতব্য সংস্থা গ্যাভি ভ্যাকসিন, মডার্নার টিকা এতে যুক্ত হলে সেই প্রকল্পটির কাজও ফের পুরোদমে শুরু হবে বলে আশা করছে ডব্লিউএইচও।

এই নিয়ে মোট ৫ টি করোনা টিকা জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মডার্নার আগে ডব্লিউএইচওর অনুমোদন পাওয়া টিকাগুলো হলো— ফাইজার-বায়োএনটেক, অ্যাস্ট্রাজেনেকা, ভারতের সেরাম ইনস্টিটিউটের করোনা টিকা কোভিশিল্ড ও জনসন অ্যান্ড জনসনের এক ডোজের করোনা টিকা।