অনেক দেশের মতো বাংলাদেশেও দুর্নীতি দমন কমিশন থাকবে না

নিজস্ব প্রতিবেদক : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, সেদিন হয়তো বেশি দূরে নয়, যেদিন আমাদের দেশ থেকে দুর্নীতি চলে যাবে, তখন দুর্নীতি দমন কমিশনও (দুদক) থাকবে না।

শনিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, সেদিন হয়তো বেশি দূরে নয়, যেদিন আমাদের দেশ থেকে দুর্নীতি চলে যাবে, সেদিন হয়তো পৃথিবীর অনেক দেশের মতো বাংলাদেশেও দুর্নীতি দমন কমিশন থাকবে না। দুর্নীতি দমন কমিশনের নামটা পরিবর্তন করে ‘সুনীতি বিকাশ কমিশন’ করা যেতে পারে।

তিনি বলেন, ‘বাংলাদেশ অবশ্যই দুর্নীতিমুক্ত হবে কারণ কোনো কাগজে স্বাক্ষর করে বাংলাদেশের জন্ম হয়নি। এদেশের মানুষ যুদ্ধ করে বুকের তাজা রক্ত দিয়ে এ দেশকে স্বাধীন করেছে। টাকা-পয়সা বা ক্ষমতার মাধ্যমে জীবনকে উপভোগ করা যায় না। নিঃস্বার্থভাবে সমাজকে কিছু দান করেই জীবনকে উপভোগ করতে হয়।

তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, আমরা প্রথমত নিজে সৎ থাকব, অন্যায় করব না এবং অন্যকে অন্যায় করতে দেব না। তিনি বলেন, টাকার ওপর বসে থাকার জন্য জীবন নয়। নতুন সহস্রাব্দে পৃথিবীর বিখ্যাত বুদ্ধিজীবীরা মনে করেন সম্পদই হচ্ছে জ্ঞান। ঠিকমতো লেখাপড়া করেই জ্ঞান অর্জন করতে হয়।

জাফর ইকবাল বলেন, তোমরা যদি ঠিকমতো জ্ঞান অর্জন করতে পারো তাহলে ঐশ্বর্য তোমাদের পেছনে ঘুরবে। তোমাদের মনে রাখতে হবে আমরা অবশ‌্যই প্রযুক্তি ব্যবহার করব কিন্তু প্রযুক্তি যেন আমাদের ব্যবহার না করে।

‘আসুন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই’- এ প্রতিপাদ্যে আজ জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হচ্ছে। ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০১৭’ উপলক্ষে শনিবার বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করে দুদক।

সকাল সোয়া ৯টায় কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ শান্তির প্রতীক পায়রা ও ফেস্টুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের উদ্বোধন ঘোষণা করেন। একই সঙ্গে তিনি কমিশনের মিডিয়া সেন্টারের রক্ষিত রেজিস্টারে স্বাক্ষরের মাধ্যমে দুর্নীতিবিরোধী গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের প্রতিটি মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে মানববন্ধন, আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম, সচিব ড. মো. শামসুল আরেফিন, মহাপরিচালক মো. জাফর ইকবাল প্রমুখ।