অনেক ব্যবসাসফল সিনেমা উপহার

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেতা দেব। অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। চিত্রনায়ক হিসেবেই তিনি পরিচিত।

তবে এবার প্রথমবারের মতো প্রযোজকের খাতায় নাম লিখিয়েছেন এই অভিনেতা। আর অন্যের অনুরোধে এ তালিকায় নাম লিখিয়ে বেশ বিপাকেই পড়েছেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, ‘চ্যাম্প’ শিরোনামের সিনেমাটি প্রযোজনা করছেন দেব। তাই এই সিনেমার খরচের বিষয়টি তিনি দেখছেন। খরচের টাকা চেকের মাধ্যমে লেনদেন করলেও কিছু অর্থ নগদ দিতে হয়। কিন্তু সমস্যা এখানেই কারণ নগদ অর্থ দিতে গিয়ে খুচরা অর্থের সংকটে পড়েছেন তিনি। দেব এ নিয়ে বিপাকে পড়লেও অনেকেই আশ্বস্ত করছেন চিন্তিত হওয়ার কিছু নেই, পরে দিলেই হবে।

সম্প্রতি ভারতে প্রচলিত ৫০০ ও ১০০০ রুপির নোট নিষিদ্ধ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।   তারপরই খুচরা অর্থের সংকট তৈরি হয়েছে।

‘চ্যাম্প’ সিনেমাটি পরিচালনা করছেন রাজ চক্রবর্তী। এতে বক্সার চরিত্রে দেখা যাবে দেবকে। আর দেবের বিপরীতে অভিনয় করছেন রুক্মিনি মৈত্র। কিছুদিন আগে সিনেমাটির শুটিং শুরু হয়েছে।