অনৈতিক কাজে হাতেনাতে ধরা খেয়েও উল্টো গ্রামবাসীর বিরুদ্ধে মামলা

ওসমান গনি সরকার, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: রাতের আঁধারে নারীর সঙ্গে অনৈতিক কাজে হাতেনাতে ধরা পড়ে মুচলেকা দিয়ে ছাড়া পায় জসিম উদ্দিন নামের এক মাদক ব্যবসায়ী। ছাড়া পেয়েই পরদিন আদালতে গিয়ে উল্টো গ্রামের ছয়জনকে আসামী করে চাঁদাবাজির মিথ্যা অভিযোগে মামলা দায়ের করেন ওই মাদক ব্যবসায়ী।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গুঞ্জর গ্রামে। মাদক ব্যবসায়ী জসীম উদ্দিন (88) গুঞ্জর গ্রামের সামসু মিয়ার ছেলে। নিজে অপরাধী হয়ে এলাকাবাসীর বিরুদ্ধে এই মিথ্যা মামলার প্রতিবাদ ও  গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।
বুধবার বিকেলে উপজেলার গুঞ্জর গ্রামের সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এই প্রতিবাদ ও গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তব্য রাখেন, শাহ আলম, দুলাল মেম্বার, ডাঃ সফিকুল ইসলাম, জুলহাস ভান্ডারি, মজিবুর রহমান, জমির উদ্দিন, তবদল হোসেন , জুয়েল মিয়া, হৃদয়, তাইজুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বক্তারা বলেন, গত কয়েক বছর যাবত জসীমউদ্দীন এলাকায় বিভিন্ন মাদকদ্রব্য ও নারীদের দিয়ে দেহ ব্যবসা সহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে এলাকার পরিবেশ বিনষ্ট করছে। থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে নারীসহ অনৈতিক কাজে হাতেনাতে ধরার পরে সে এলাকায় থাকবে না বলে মুচলেকা দেয়। কিন্তু পরের দিন সে উল্টো গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। আমরা এলাকাবাসী গণ স্বাক্ষরের মাধ্যমে প্রশাসনের কাছে আবেদন এই কুখ্যাত মাদকসম্রাট জসীম উদ্দীনের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়ার দাবী জানাই। এলাকাবাসীর আয়োজনে গণস্বাক্ষরে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
উল্লেখ্য গত ৪ নভেম্বর সোমবার রাতে আতিক মিয়ার প্রজেক্টে মাদক ও যুবতী নারীর সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকা কালে এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে ফেলে।স্থানীয় সালিশের মাধ্যমে তার বিচার করলে সে মেনে নেয়। কিন্তু পরবর্তীতে জসিম উদ্দিন কুমিল্লার আদালতে স্থানীয় মেম্বার সহ এলাকার আরও ৬ যুবককে আসামি করে একটি মিথ্যা মামলা দায়ের করে এতে এলাকার জনগণের মনে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যাপারে মুরাদনগর থানার ওসি মাহবুবুল হক বলেন আমরা ঘটনাটি শুনতে পেয়েছি। অভিযোগ পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।