অন্তঃসত্ত্বা লিসা হেইডন?

বিনোদন ডেস্ক : গত ২৯ অক্টোবর অনেকটা গোপনেই বিয়ের পর্বটি সারেন বলিউড অভিনেত্রী লিসা হেইডন। যদিও প্রেমিক দিনো লালভানির সঙ্গে বাগদানের খবরটি আগেই দিয়েছিলেন তিনি।

গত এক বছর দিনো লালভানির সঙ্গে প্রেম করছিলেন লিসা। কুইন সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। সদ্য মুক্তিপ্রাপ্ত করণ জোহর পরিচালিত অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায় রণবীরের প্রেমিকার ভূমিকায় অল্প সময়ের জন্য দেখা গেছে তাকে।

তবে বিয়ের এক সপ্তাহ না যেতেই গুঞ্জন উঠেছে অন্তঃসত্ত্বা লিসা। আর এ কারণেই নাকি তাড়াহুড়া করে বিয়ের কাজটি শেষ করেছেন এ অভিনেত্রী। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন ভারতীয় একটি সংবাদমাধ্যম।

শুধু তাই নয় এ জন্য নতুন কোনো সিনেমাতেও নাকি আপাতত চুক্তিবদ্ধ হচ্ছেন না লিসা। সম্প্রতি নাকি একটি সিনেমার জন্য ২০দিন সময় চাওয়া হয় তার কাছে কিন্তু প্রস্তাব ফিরিয়ে দেন এই অভিনেত্রী।