
বেশির ভাগ ছবিতেই দেখা যায় অন্তরঙ্গ দৃশ্য। ছবির চিত্রনাট্যের চাহিদা অনুযায়ী তৈরী হয় অন্তরঙ্গ দৃশ্য। বলিউড ও হলিউড অন্তরঙ্গ দৃশ্য বেশি আলোচনার মুখে থাকে। কিন্তু কখনও কখনও কিছু তারকা নিজেদের বাস্তব জীবনের সাথে গুলিয়ে ফেলেন প্রফেশনাল লাইফকে এবং একান্ত হয়ে যান নায়িকার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে। চলুন বলিউড এমন কিছু ঘটনার কথা জেনে নেওয়া যাক-
অভিনেতা দিলীপ তাহিল অন্তরঙ্গ দৃশ্যে নিয়ন্ত্রণ হারানোর জন্য সিনেমার নায়িকা জয়া প্রদারের কাছে চরও খেয়েছিলেন।
‘আ জেন্টলম্যান’ ছবিতেও অন্তরঙ্গ দৃশ্যে জ্যাকলিন ফার্নান্ডেজ ও সিদ্ধার্থ মালহোত্র একাত্ন হয়ে যান। পরিচালক ‘কাট’ বলার পরেও একে অপরের সঙ্গে লিপলক কিস করতে ব্যস্ত ছিলেন তারা।
এইরকম ঘটনা প্রয়াত অভিনেতা বিনোদ খন্নার সঙ্গে বেশ কয়েকবার ঘটেছে। বিনোদের ব্যক্তিগত জীবন এমনিতেই ছিল রঙীন। মহেশ ভাটের ফিল্ম ‘প্রেম ধর্ম’-এ বিনোদ ও ডিম্পল কাপাডিয়া- এর একটি ঘনিষ্ঠ দৃশ্য ছিল। সেই দৃশ্যে অভিনয়ের সময় মহেশ কাট বলার পরেও ডিম্পলকে জড়িয়ে ধরে বিনোদ একটানা চুম্বন করছিলেন। তখন মহেশ চিৎকার করে বিনোদকে থামান। এই ঘটনায় মহেশ ক্ষুব্ধ হয়েছিলেন। ডিম্পলও অপমানিত হয়েছিলেন। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে দেখে মহেশ, ডিম্পলের কাছে ক্ষমা চেয়েছিলেন বিনোদ।
কিন্তু এখানেই থেমে থাকেননি বিনোদ। এরপর ‘দয়াবান’ ফিল্মে মাধুরী দীক্ষিতের সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্যে মাধুরীর ঠোঁটে জোরে কামড় বসিয়েছিলেন বিনোদ। পরিচালক কাট বলার সঙ্গে সঙ্গেই চেঁচিয়ে উঠেছিলেন মাধুরী। এরপর বিনোদ মাধুরীর কাছে ক্ষমা চাইলেও মাধুরী তাঁকে ক্ষমা করেননি এবং পরবর্তীকালে বিনোদের সঙ্গে আর কোনও ছবিতে অভিনয় করতে চাননি তিনি।
এই তালিকা থেকে বাদ পরেনি রণবীর কাপুরও। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবিতে ইভলিন শর্মার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে বেসামাল হয়ে পরে রাণবী। পরিচালক ‘কাট’ বলার পরেও ‘কাট’ করেননি রণবীর।
মাধুরীর সঙ্গে আরও একবার এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছিল যখন তিনি ‘প্রেম প্রতিজ্ঞা’ ছবির শুটিং করছিলেন। সেইসময় তাঁর সঙ্গে রঞ্জিতের একটি দৃশ্য ছিল যেখানে রঞ্জিত তাঁকে জোরবলপূর্বক ধর্ষণের চেষ্টা করছেন। কিন্তু দৃশ্যে অভিনয়ের সময় রঞ্জিত বাস্তবেই মাধুরীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। মাধুরী ভয় পেয়ে চিৎকার করে উঠেছিলেন। তখন পরিচালকের হস্তক্ষেপে ঘটনাটি মিটমাট করার চেষ্টা করা হয় এবং রঞ্জিত মাধুরীর কাছে ক্ষমা চান।
কখনো কখনো আবার ভুল গুলোর জন্য দৃশ্যগুলোতে যুক্ত হয় আলাদা মাত্রা। ‘ডোন্ট লাভ ইউ’ ফিল্মের অন্তরঙ্গ দৃশ্যে অভিনেতা রুসলান বেসামাল হয়ে চেতনার জামার চেন খুলে দিয়েছিলেন। তবে রুসলানের এই ভুলের জন্য দৃশ্যটি সিনেমার সেরা দৃশ্য হয়ে যায়। পরে চেতনার কাছে ক্ষমা চেয়েছিলেন রুসলান।