বিনোদন ডেস্ক : সানি লিওন অভিনীত বেঈমান লাভ সিনেমার একটি নতুন গান প্রকাশ করেছেন নির্মাতারা। ‘ম্যায় আধুরা’ শিরোনামের গানটিতে বেশকিছু অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে সানি এবং রজনীশ দুগ্গালকে।
‘ম্যায় আধুরা’ গানটি গেয়েছেন ইয়াসির দেশাই এবং আকাঙ্খা শর্মা। গানটি লিখেছেন সামীর অঞ্জন এবং কম্পোজ করেছেন সঞ্জীব দর্শন।
এর আগে এ সিনেমার ‘হাগ মি’ শিরোনামের একটি প্রকাশ করা হয়েছিল। সেই গানে সানির নাচ সাড়া ফেলেছিল দর্শকের মাঝে। তবে ‘ম্যায় আধুরা’ গানে দেখা মিলেছে আবেদনময়ী সানির। রজনীশ-সানির রসায়নটাও এ গানে বেশ উপভোগ করবেন দর্শক।
থ্রিলারধর্মী বেঈমান লাভ সিনেমাটির চিত্রনাট্য এবং পরিচালনা করছেন রাজীব চৌধুরী। সানি-রজনীশকে সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেলেও নির্মাতা জানিয়েছেন সিনেমার প্লট খুবই গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে তৈরি। পাশাপাশি দর্শক এতে ভিন্ন এক সানিকে দেখবেন বলে জানিয়েছেন তিনি। আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
দেখুন : ম্যায় আধুরা গানটি