ভারতের অন্ধ্রপ্রদেশের নেল্লোরের বাড়ি থেকে রোববার (২৪ জানুয়ারি) জনপ্রিয় টিকটক তারকা রফি শেখের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর জি নিউজের।
এ ঘটনায় তার পরিবারের বরাত দিয়ে জি নিউজের খবরে বলা হয়, সম্প্রতি রফি শেখকে অপহরণ করা হয়। অপহরণের পর রফির বেশ কয়েকটি অশালীন ভিডিও ধারণ করে তা প্রকাশ্যে আনা হবে বলে হুমকি দেওয়া হয়। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। অশালীন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকির পর থেকেই রফি ক্রমশ ভয়ে কুকড়ে যেতে শুরু করেন। এরপর তার মৃত্যু হয়। এসব অভিযোগ করেছেন তার পরিবারের সদস্যরা।পরিবারের পক্ষ থেকে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় যার জনপ্রিয়তা আকাশছোঁয়া, সেই টিকটক তারকা কিছুতেই বিষয়টি মেনে নিতে পারেননি।
পরিবার আরো অভিযোগ করে, ঘটনার দিন প্রথমে নিজের এক বান্ধবীর সঙ্গে দেখা করেন রফি। এরপর নারায়ণ রেড্ডি পেটায় ওইদিন বিকেলে নিজের বেশ কয়েকজন বন্ধুর সঙ্গেও দেখা করেন রফি। নারায়ণ রেড্ডি পেটায় বন্ধুদের সঙ্গে দেখা করে ফেরার পথে রফিকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়। রক্তাক্ত অবস্থাতেই বাড়ি ফেরেন রফি। ওই ঘটনার সঙ্গেই রফির মৃত্যুর সম্পর্ক রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
ইতোমধ্যে পুলিশ রফির মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে।


