আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন আজ। দেশ জুড়ে ৫০ রাজ্যে ভোটাররা ভোট দেবেন দুই প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একজনকে বেছে নিতে।
তবে এর পাশাপাশি আজ অন্যরকম ভোট গ্রহণ করা হবে দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে। এটি হবে গণভোট।
ওয়াশিংটন ডিসিকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করা হবে কি-না, এ ইস্যুতে এই গণভোটের আয়োজন করা হয়েছে। ভোটাররা এর পক্ষে-বিপক্ষে ভোট দেবেন।
রাজধানী হিসেবে ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল ডিস্ট্রিক্ট। এটি ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া (সংক্ষিপ্ত রূপ ‘ডিসি’) নামেও পরিচিত। এখানে প্রথমবারের মতো অঙ্গরাজ্য ইস্যুতে এই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মার্কিন নাগরিকরা চারটি অংশে হ্যাঁ অথবা না ভোট দিতে পারবেন। এগুলো হচ্ছে- অঙ্গরাজ্য হিসেবে অনুমোদন, জেলার সীমানা নির্ধারণ, সংবিধানে অনুমোদন এবং সরকারে প্রতিনিধিত্বের নিশ্চয়তা দান।
যদি হ্যাঁ অর্থাৎ পক্ষে ভোট বেশি পড়ে তাহলে ৬৮ বর্গমাইল নিয়ে গঠিত ওয়াশিংটন ডিসি হবে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য। সেক্ষেত্রে নতুন নামকরণ করা হতে পারে এর। একাধিক নামের প্রস্তাব রয়েছে এ জন্য। সম্ভাব্য নাম হতে পারে ‘নিউ কলাম্বিয়া’।