অপছন্দ করে সালমান আমিরকে

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় দুই অভিনেতা সালমান ও আমির খান। তাদের মধ্যে বন্ধূত্বপূর্ণ সম্পর্ক অনেকদিন ধরেই। যদিও প্রায়ই তাদের মধ্যে মনোমালিন্যের খবর শোনা যায়।

এবার সকলের সামনে সালমান স্বীকার করলেন আমিরকে অপছন্দ করেন তিনি।

গতকাল (২২ ডিসেম্বর) রাতে মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি পোস্টের মাধ্যমে একথা জানিয়েছেন সালমান। তবে ভয় নেই। তাদের মধ্যে বন্ধুত্বের ফাটল ধরছে না। বরং আমিরের প্রশংসা করতেই এ কথা বলেছেন সালমান। টুইটে সালমান লিখেছেন, ‘আজ সন্ধ্যায় আমার পরিবারের সবাই দাঙ্গাল দেখেছেন এবং তাদের মতে, সুলতান সিনেমার চেয়ে দাঙ্গাল অনেক ভালো সিনেমা। আমি তোমাকে ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি কিন্তু পেশাগত দিক থেকে খুবই অপছন্দ করি।’

আজ, ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে দাঙ্গাল। এ উপলক্ষে গতকাল একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বলিউড তারকাসহ বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিরা।

ভারতীয় কিংবদন্তি কুস্তিগীর মহাবীর ফোগাট এবং তার মেয়ে গীতা ও ববিতার সংগ্রামী জীবন নিয়ে তৈরি হয়েছে দাঙ্গাল সিনেমাটি। নিতেশ তিওয়ারির পরিচালনায় এতে আমির খান ছাড়াও অভিনয় করেছেন সাক্ষী তানওয়ার, ফাতিমা সানা শেখ এবং সানিয়া মালহোত্রা।