আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করা যাবে— এমনটি আমরা বিশ্বাস করি না বলে মন্তব্য করেছেন ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, “আমাদের বিরোধী পক্ষ আগামী ১২ তারিখের নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র করছে। আমরা অপপ্রচারে বিশ্বাসী নই। এলাকার মানুষ জানে আমরা কী কাজ করেছি। জন্মলগ্ন থেকেই এই এলাকায় রাজনীতি করি। আমাদের প্রতিটি শিরা-উপশিরার সঙ্গে এই এলাকার মানুষের সম্পর্ক জড়িত। আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করা যাবে— এটা আমরা বিশ্বাস করি না।”
বুধবার দুপুরে তুরাগের রানাভোলা ৬ নম্বর রোডে সানভিম স্কুলের সামনে গণসংযোগের শুরুতে এক পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “তুরাগ এলাকায় যত উন্নয়ন হয়েছে, তার বড় অংশই বিএনপির হাত ধরেই হয়েছে। যতবার দেশে নিরপেক্ষ নির্বাচন হয়েছে, ততবারই বিএনপি বিজয় অর্জন করেছে।”
স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “এবারের নির্বাচনকে আমরা হালকাভাবে নিচ্ছি না। ৫ আগস্ট যে নতুন সূর্যের উদয় হয়েছে, সেই সূর্যের আলোকে বিকশিত করার নির্বাচন এটি। বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে কাজ করছি। বিএনপির বিজয়কে কেউ ঠেকাতে পারবে না।”
তিনি বলেন, “আমরা জনগণের শক্তিতে রাজনীতি করি। আমরা নিজেদের রাজনীতি নয়, জনগণের রাজনীতি করি। জনগণ যদি ভোট দিয়ে আমাদের নির্বাচিত করে, তবে সকল ক্রিয়াশীল সংগঠনকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে উন্নয়নের পথে এগিয়ে যাবো। আমরা সহাবস্থানে বিশ্বাসী— সকলকে সঙ্গে নিয়েই উন্নয়ন করবো।”
“এই সময় গণসংযোগ কর্মসূচি কামারপাড়া নতুন ও পুরান বাজার, কামারপাড়া হানিফ আলীর মোড় হয়ে উত্তর রাজাবাড়ি, ইস্ট-ওয়েস্ট মেডিকেলসহ আশেপাশের এলাকায় অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনতা এবং কয়েক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন।”


