অপরাধীরা মোহাম্মদপুরে ফিরে এসেছে: ডিসি তেজগাঁও

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেছেন, ৫ আগস্টের পর মোহাম্মদপুরে অপরাধে চরম বৃদ্ধি দেখা গেছে। যেসব অপরাধী বাইরে ছিল, তারা ফিরে এসেছে। আমরা প্রতিনিয়ত মোহাম্মদপুরে অভিযান চালাচ্ছি।

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে মাদক চোরাকারবারি, অস্ত্র জোগানদাতা ও ককটেল সংরক্ষণকারীসহ ৪০ জনকে আটক করেছে ডিএমপি। শনিবার বিকাল ৪টা থেকে রোববার ভোর পর্যন্ত টানা ১২ ঘণ্টা এ অভিযান চালানো হয়। এ সময় ৮টি ককটেল, ২টি পেট্রোল বোমা, ৬টি সামুরাই, ৫টি হেলমেট, ৩টি ছুরি, ১১টি চোরাই মোবাইল ফোন এবং ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

রোববার মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান।

তিনি বলেন, “মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প রাজধানীর আলোচিত একটি এলাকা। এখানে নিয়মিতভাবে মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধ সংঘটিত হয়। আমরা নিয়মিত অভিযান চালিয়ে আসছি। এরই অংশ হিসেবে শনিবার বিকাল থেকে ভোর পর্যন্ত ১২০ জন পুলিশ সদস্য নিয়ে অভিযান চালিয়ে ৪০ জনকে আটক করি।

“অভিযানে আটককৃতদের কাছ থেকে ৮টি ককটেল উদ্ধার করি। যেগুলো পরবর্তীতে ডিএমপির বোম্ব ডিস্ফোজাল ইউনিট ডিফিউজ করে। এছাড়া দুইটি পেট্রোল বোমা, ৬টি সামুরাই, ৫টি হেলমেট, ৩টি ছুরি, ১১টি চোরাই মোবাইল ফোন, এবং ৫০০ গ্রাম হেরোইন তাদের কাছ থেকে জব্দ করা হয়।”

ইবনে মিজান আরও জানান, আটকদের মধ্যে অনেকে জেনেভা ক্যাম্পের কুখ্যাত মাদক কারবারি বুনিয়া সোহেল, পিচ্চি রাজা ও চুয়া সেলিমের সহযোগী। তাদের জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম উঠে এসেছে, যাদের আটকে অভিযান চলবে।

মাদক নিয়ন্ত্রণে পুলিশের চেষ্টার বিষয়ে তিনি বলেন, “মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে আমরা নিয়মিত অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করি। কিন্তু কয়েকদিন পর তারা আবার জেল থেকে বের হয়ে একই কাজের সঙ্গে জড়ায়। মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। তবে আমরা এটিকে নিয়ন্ত্রণে রাখার সর্বোচ্চ চেষ্টা করছি। নিয়মিত অভিযান চালিয়ে মাদক কারবারি ও সেবনকারীদের নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। আশা করছি কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারব।”

মোহাম্মদপুরে অপরাধ বেড়ে যাওয়ার কারণ প্রসঙ্গে তিনি বলেন, “৫ আগস্টের পর মোহাম্মদপুরে অপরাধের চরম বিস্ফোরণ ঘটেছে। যেসব অপরাধী বাইরে ছিল তারাও চলে এসেছে। অনেক অপরাধ সেখানে ঘটেছে৷ তারপর আমরা লাগাতার মোহাম্মদপুরে অভিযান চালিয়ে আসছি। গত ৬-৭ মাসে আমরা ৩ হাজারের বেশি অপরাধীকে আইনের আওতায় এনেছি।

“আমরা চেষ্টা করেছি প্রতিদিন যেসব এলাকায় অপরাধীদের বিচরণ রয়েছে সেখানে অভিযান পরিচালনা করতে। এর ফলে বেশি অপরাধ হওয়া জায়গায় অপরাধ কমে গেছে। আমাদের অভিযান চলমান রয়েছে। আশা করি পরিস্থিতি আরও ভালো হবে।”