নিজস্ব প্রতিবেদক : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, অপরাধ একটি রোগ। এ রোগে যে কেউ সংক্রমিত হতে পারেন। আর কমিউনিটি পুলিশ ব্যবস্থা একটি স্বেচ্ছাশ্রম কাজ।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে পুলিশ সদর দপ্তরের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
২৮ অক্টোবর ‘কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে পুলিশ সদর দপ্তরের সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, ‘কমিউনিটি পুলিশ কমিটিতে ভালো মানুষ আসুক। অনেক দেশেই এ ব্যবস্থা চালু আছে। জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক স্থাপন করাই কমিউনিটি পুলিশের লক্ষ্য। বিপুলসংখ্যক জনগণ যেন কমিউনিটি পুলিশের সঙ্গে যুক্ত হতে পারে, এটি সর্বদলীয় করাই আমাদের লক্ষ্য।’
পুলিশ প্রধান বলেন, ‘অপরাধ একটি রোগ। যে কেউ এ রোগে আক্রান্ত হতে পারেন। তবে যারা এ অপরাধ করছে যত বড়ই অপরাধী হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কক্সবাজারে ঘটনায় গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
সাংবাদিকদের প্রশ্নে শহীদুল হক বলেন, ‘কমিউনিটি পুলিশের বিরুদ্ধে অপরাধের যে অভিযোগ রয়েছে তার কোনো তথ্য-প্রমাণ নেই। এ ধরনের ব্যক্তির এখানে আশ্রয় হবে না।’


