নিজস্ব প্রতিবেদক : ধর্ষণের মতো সামাজিক অপরাধ এড়াতে সামাজিক আন্দোলন গড়ে তোলার তাগিদ দিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. রিয়াজুল হক।
মঙ্গলবার দুপুরে রিয়াজুল হক ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন দিনাজপুরের ধর্ষিত পাঁচ বছরের শিশু এবং রাজধানীর ভাসানটেকে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ধর্ষিত কিশোরীকে দেখতে আসেন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘সম্প্রতি যেভাবে ধর্ষণের মতো ঘটনা ঘটছে তা আমাদের উদ্বিগ্ন করছে। এটি সামাজিকভাবে আমাদের প্রতিহত করতে হবে। তা না হলে এ ধরনের অপরাধ আরো বাড়বে।’
তিনি আরো বলেন, ‘দেশের প্রচলিত আইনে যদি অপরাধীদের শাস্তি দেওয়া যায় তাহলে ধর্ষণের মতো ঘটনা আর ঘটবে না। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে অপরাধীরা শাস্তি পাচ্ছে না।’
ধর্ষণের মতো ঘটনার চার্জশিটে আইনি ফাঁকফোকর না রাখতে পুলিশের প্রতি আহ্বান জানান তিনি।