নিজস্ব প্রতিবেদক : ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল জার্গেন স্টোক বলেছেন, ‘অপরাধ দমন করে সুরক্ষিত বিশ্ব গঠনে পারস্পরিক তথ্য বিনিময় খুবই গুরুত্বপূর্ণ।’
রোববার সকাল সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী ‘চিফ অব পুলিশ কনফারেন্স অব সাউথ এশিয়া অ্যান্ড নেইবারিং কান্ট্রিস অন রিজিওনাল কো-অপারেশন ইন কার্ভিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জার্গেন স্টোক বলেন, ‘আমাদের পারস্পরিক যোগাযোগ সুদৃঢ় করতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক যোগাযোগ রক্ষায় ইন্টারপোল সবসময়ই বাংলাদেশকে সহায়তা দিয়ে থাকে। পাশাপাশি কয়েকটি রাষ্ট্রের মধ্যে এমন সম্মেলনের আয়োজন করে নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ করে দেয়। তাই প্রথমবারের মত ঢাকায় ইন্টারপোল ও বাংলাদেশ পুলিশের যৌথ উদ্যোগে এ সম্মেলন আয়োজন করা হয়েছে।’
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জার্গেন স্টোক সাংবাদিকদের বলেন, ‘এ সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে আন্তঃদেশীয় সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা করা হবে। সাইবার অপরাধ, জঙ্গিবাদ, বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিষয়ে আলোচনা হবে। আলোচনার মাধ্যমে এসব অপরাধ দমনে সকলে মিলে উপায় খুঁজে পেতে সহায়তা করবে।’
তিনি বলেন, ‘বিশ্বের ১৯০টি দেশে ইন্টারপোল পুলিশি সহায়তা প্রদান করে আসছে।’
বাংলাদেশ গত বছরে বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলা করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘সফলতার সঙ্গেই বাংলাদেশ এটি মোকাবিলা করেছে। এসব বিষয় নিয়ে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা আদান-প্রদান করা দরকার। এখানে বিভিন্ন দেশের অফিসারদের মধ্যে পারস্পরিক তথ্য আদান-প্রদান হবে, যা থেকে করণীয় বিষয়গুলো বের হয়ে আসবে। এই সম্মেলন শুধু দক্ষিণ এশিয়ার দেশসমূহের জন্যই নয়, সন্ত্রাস দমনে আন্তর্জাতিকভাবেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’