‘অপরাধ নিয়ন্ত্রণে এনেছি’

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘অন্যান্য বছরের তুলনায় এ বছর রাজধানীতে অপরাধ কম হয়েছে। তাই আমি দৃঢ় কণ্ঠে বলতে পারি, রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে এনেছি।’

সোমবার মহাখালী বাস টার্মিনালে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার এ কথা বলেন।

তিনি বলেন, অন্যান্য বছর রমজানের শুরুতে অপরাধের মাত্রা বেড়ে যেত। এ বছর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে তা আর হয়নি। রোজা শুরুর পর থেকে এখনো কেউ অজ্ঞান পার্টির খপ্পরে পড়েননি, ছিনতাইয়ের শিকার হননি, অন্তত আমাদের কাছে কোনো রিপোর্ট আসেনি।

রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে আনতে ফ্রাঞ্চাইজি পদ্ধতিতে বাসে যাত্রীদের সেবা দেওয়ার বিষয়ে চিন্তা করতে সরকার ও পরিবহন সমিতিকে আহ্বান জানান তিনি।

সভায় আরো বক্তব্য দেন- ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন আহমেদ, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মিজানুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ খান।