অপরূপা প্রাচী দেশাইয়ের উত্তাপ

গুজরাটে জন্ম তার, প্রাচী দেশাই। তিনি ভারতে বিখ্যাত প্রসাধান ব্র্যান্ড নিউট্রিজিনার এন্ডোর্সার, স্পোকপারসন এবং ব্র্যান্ড অ্যাম্বাসাডর। পাশাপাশি গোয়া ট্যুরিজমেরও ব্র্যান্ড অ্যাম্বাসাডরও তিনি। টেলিভিশন ড্রামা ‘বানি ওয়ালিয়া’ সিরিজে দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। ২০০৮ সালে ‘রক অন’ দিয়ে বলিউড ফিল্মে নাম লেখান। এ ছাড়াও ‘ওয়ান্স আপঅন এ টাইম ইন মুম্বাই (২০১০)’ এবং ‘বল বচ্চন (২০১২)’ এবং ‘আই, মি অর মে (২০১৩)’ ছবিতে অনবদ্য অভিনয় করেছেন। তার সেক্সি ফটোশুটের কিছু ওয়ালপেপার সংগ্রহ এখানে দেখে নিন। অনন্যা, অপরূপা প্রাচী দেশাই। সূত্র: ইন্টারনেট