বিজ্ঞান-প্রযুক্তি প্রতিবেদক : ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় চলছে তিন দিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬। হল টু-তে প্রবেশ করতেই সামনে পড়ল আইসিটি ডিভিশনের স্টল। স্টলের ভেতরে দুজন কর্মী ব্যস্ত উৎসাহী ব্যক্তিদের তথ্য প্রদানে। একজন নিজের স্মার্টফোনে কি যেন করছেন। আরেকজন দেখিয়ে দিচ্ছেন, লাইটের রঙ বদলে গেছে। ভালো করে খেয়াল করে দেখলাম, স্টলের পাশে একটি কাঠের ফ্রেমে তিনটি লাইট বসানো। স্টলের এক কর্মীর স্মার্টফোনের টাচস্ক্রিনে একটি কালার হুইল। সেখানে যে কালারের ওপর টাচ করছেন, সে কালারের আলোয় রূপান্তরিত হচ্ছে লাইট। কাজটি সম্পন্ন হতে এক সেকেন্ডের বেশি সময় লাগছে না।
ভিড় কমলে আলাপ হলে অ্যাপলম্বটেকবিডির সিনিয়র এক্সিকিউটিভ কাজী দিবারুল আলমের সঙ্গে। তিনি জানান, ‘বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের সঙ্গে কাজ করছে অ্যাপলম্বটেকবিডি। তাই তাদের স্টলেই বসানো হয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান অ্যাপলম্বটেকবিডির স্টল। আমরা ইতোমধ্যে স্মার্টফোন ব্যবহার করে ইলেকট্রিক পণ্য নিয়ন্ত্রণের প্রযুক্তি উদ্ভাবন করেছি। স্মার্টফোনের সাহায্যে লাইট, ফ্যানসহ ইলেকট্রিক পণ্য অন/অফ করা, একটি লাইট থেকে ২৫৬ রঙয়ের আলো পাওয়া, বিদ্যুৎ বিল নিয়ন্ত্রণ, প্রতিদিন কি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করছে তা জানাসহ বিভিন্ন প্রযুক্তি সুবিধা প্রদান করছে আমাদের কোম্পানি।’
ডিজিটাল ওয়ার্ল্ডে আসা দর্শনার্থী সাগর আহমেদ জানান, ‘এক সময় স্বপ্ন দেখতাম, আমি অফিসে বসে বাসার লাইট, ফ্যান অন/অফ করতে পারবো। এখন স্মার্টফোনের সাহায্যে আমি এ কাজ করতে পারব দেখে খুব ভালো লাগছে। আরো ভালো লাগছে এ ধরনের প্রযুক্তি উদ্ভাবন করেছে বাংলাদেশি কোনো কোম্পানি।’
বিশ্বে স্মার্টফোন চালু হওয়ার পর থেকে স্মার্টফোনকেন্দ্রিক সুবিধা চালু করতে কাজ করছে বিভিন্ন প্রতিষ্ঠান। প্রতিদিন আসছে নতুন নতুন অ্যাপ। অ্যাপলম্বটেকবিডি মানুষের জীবনযাত্রাকে সহজ করার জন্য কাজ করছে।
অ্যাপলম্বটেকবিডির ব্যবস্থাপনা পরিচালক তানিয়া রহমান জানান, ‘আমরা ২০১২ সাল থেকে অ্যাপলম্বটেকবিডির মাধ্যমে ইন্টারনেটের সাহায্যে ইলেকট্রিক পণ্য নিয়ন্ত্রণের গবেষণা করছি। আমরা ইতোমধ্যে স্মার্ট ডিমেবল এলইডি, স্মার্ট রেইনবো, স্মার্ট মিটার, স্মার্ট সুইচ তৈরি করেছি। এসব পণ্য ইন্টারনেটের সাহায্যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নিয়ন্ত্রণ করা যায়। অ্যান্ড্রয়েড এবং আইওএস অ্যাপের সাহায্যে এ সব পণ্য নিয়ন্ত্রণ করা যায়।’