
বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের কচুয়া উপজেলায় অপহরণের আড়াই মাস পর চট্টগ্রাম থেকে এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে উদ্ধারকৃত কিশোরীকে বাগেরহাটে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ ও অপহৃতের পরিবার জানায়, গত ২৫ আগস্ট দুপুরে উপজেলার খলিশাখালী গ্রামের এক কিশোরী কচুয়া বাজারে বিকাশের টাকা তোলার জন্য যায়। এই সময় কয়েকজন মিলে কিশোরীকে অপহরণ করে প্রথমে বাগেরহাটের বিভিন্ন এলাকায় এবং পরে চট্টগ্রামে নিয়ে আটকে রাখে।
এই ঘটনার পর কিশোরীর বাবা বাদী হয়ে কচুয়া থানায় মামলা করলে পুলিশ অভিযান শুরু করে। গত ১৭ সেপ্টেম্বর অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে বাগেরহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে পার্থ মৃধা (১৮) নামে এক যুবককে আটক করে।
পরে ৩ অক্টোবর সকালে অভিনব কায়দায় বাগেরহাটের চন্দ্রমহল ইকোপার্ক থেকে অপহরণের সঙ্গে জড়িত রকিবুর মিয়াকে (১৮) গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর রকিবুর পুলিশের জিজ্ঞাসাবাদে তার বড় ভাই হাফিজুর রহমানের কাছে চট্টগ্রামে অপহৃত কিশোরী রয়েছে বলে স্বীকার করে। রকিবুরের দেওয়া তথ্য অনুযায়ী কচুয়া থানা পুলিশ চট্টগ্রামের ইপিজেট থানায় বিষয়টি জানালে তারা শনিবার রাতে কিশোরীকে উদ্ধার করে। কচুয়া থানা পুলিশ চট্টগ্রামের ইপিজেট থানা থেকে সকালে অপহৃত কিশোরীকে কচুয়ায় নিয়ে আসে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির বলেন, অপহৃত কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অপহরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।