অপহরণের ১৭ দিনও খুঁজে পাওয়া যায়নি শিশু রাব্বীর

রাজু আহম্মেদ, ক্রাইম রিপোর্টারঃ একটি শিশু রাব্বী, কে বা কারা, কি কারণে, তাকে অপহরণ করেছে টা বলতে পারছে তার গরীব অসহায় বাবা-মা । আমার ছেলেটি কোথাও, আমার ছেলে কে ত্রনে দাও’ এভাবে রাব্বীর মায়ের আত্ন-চিৎকার শোনা যায় রাজধানীর উত্তরখান এলাকার বড়বাগের ১২৯ নং বাড়ীতে ।

প্রসঙ্গত; ২৪/২/২০১৭ ইং তারিখে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হটাৎ কোথায় যেন হারিয়ে যায় ৯ বছরের শিশু রাব্বী, শিশুদের মধ্যে খেলা-ধুলার সময় রাব্বীর ছোড়া ইটের আগাতে আহত হয় মাবিয়া নামে এক শিশু, তখন মাবিয়ার মা এসে রাব্বীর মার কাছে নালিশ করলে রাব্বীর মা তাকে বকা-জকা করে ; মাবিয়া নামে শিশু কে ডাক্তারের কাছে নিয়ে যায় রাব্বীর মা ও নানী ; কিন্তু বাসায় ফিরে দেখন রাব্বী কে খুঁজে পাওয়া যাচ্ছে না , বাড়ির আশে-পাশে ও সকল ছেলে মেয়েদের কাছে জিজ্ঞাসা করেও তার কোন খোঁজ পাওয়া যায়নি ; একদিন অপেক্ষা করার পর তার মা-বাবা উত্তরখানয় থানার গিয়ে একটি সাধারণ ডায়েরী করেন যাহার নং ১০১২ । রাব্বীর হারিয়ে যাওয়ার দুইদিন পর রাব্বীর নানীর ফোনে কে বা কারা ফোন দিয়ে রাব্বী তাদের কাছে আছে বলে জানায়; তারা রাব্বীর মা কে বলেন; রাব্বীকে ফেরত পেতে হলে ৩০,০০০ ( ত্রিশ হাজার টাকা ) টাকা দাবি করে, টাকা না দিলে তারা রাব্বীকে ফেরত দিবে না বলে জানায় ।

তাদের কোথায় রাব্বীর মা একটি বিকাশ নম্বরে ৩০০০ ( তিন হাজার টাকা ) টাকা পাঠায় ( নম্বর ২টি হল ০১৭৭০২৬৮৪২৩/ ০১৯১৭০৬৯৩৮৮ )

অপহরণকারীর ফোন আসার পরেও পুলিশ প্রশাসন কোন-প্রকার সহযোগিতা পাইনি বলে জানান রাব্বীর মা-বাবা । রাব্বীর বাবা আমাদের প্রতিবেদকে জানান; আমি একজন রিক্সা চালক; আমি গরীর , আমার বউ চাকুরী করে, আমার ছেলে কে ফিরে পেতে আমি সকলের সাহায্য কামনা করছি ।

চলবে…………………