
নিজস্ব প্রতিবেদক : মৃত্যু শিশুর নাম মিজানুর রহমান সায়ান (১১)। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৪। জব্দ করা হয়েছে মুক্তিপণের ১৪ লাখ টাকা। মঙ্গলবার র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো মুঠোফোন বার্তায় এ তথ্য জানানো হয়। সেখানো আরো জানানো হয়, ২০ দিন আগে সায়ানকে অপহরণ করে তার পরিবারের কাছ থেকে ১৪ লাখ টাকা মুক্তিপণ নেয় চক্রটি। সায়ানের পরিবার পুলিশ ও র্যাবকে জানায়।
র্যাব অপহরণ চক্রটিকে মিরপুর এলাকা থেকে সোমবার রাতে গ্রেপ্তার করে।