অপহরণ দায়ে ইউপি চেয়ারম্যানসহ ১০ জন আটক

আটক

নিজস্ব প্রতিকেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের এক ব্যবসায়ীকে অপহরণ করে জিম্মি করার অভিযোগে এক ইউপি চেয়ারম্যানসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর আর এফ পুলিশ প্লাজা শপিং সেন্টার থেকে বোয়ালখালী উপজেলার চরনদ্বীপ ইউপি চেয়ারম্যান শামসুল আলম (৩৮) ও তার অপর ৯ সহযোগীকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার নাজমুল হাসান।

আটককৃতদের কাছ থেকে দুটি শর্টগান, ২৮ রাউন্ড গুলি এবং একটি কালো মাইক্রোবাস উদ্ধার করা হয়। নগর পুলিশের কোতোয়ালি থানা এবং পাহাড়তলী থানা পুলিশের যৌথ দল এই অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, চট্টগ্রামের পাহাড়তলী থানার সরাই পাড়া এলাকা থেকে সোমবার ইফতারের পর অস্ত্রের মুখে নুরুন্নবী নামক এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়। খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করে পাহাড়তলী থানা পুলিশ।

এক পর্যায়ে পুলিশ খবর পায় অপহৃত ব্যবসায়ীকে নগরীর কোতোয়ালি থানার আর এফ পুলিশ প্লাজার একটি কক্ষে জিম্মি করা হয়েছে। এই খবরের ভিত্তিতে অভিযানে কোতোয়ালি থানা পুলিশকেও সংযুক্ত করা হয়। পরে রাত ১২টার দিকে আর এফ পুলিশ প্লাজায় অভিযান চালিয়ে বোয়ালখালীর চরনদ্বীপ ইউপি চেয়ারম্যান শামসুল আলম ও তার অপর ৯ সহযোগীকে অস্ত্রসহ আটক করা হয়। উদ্ধার করা হয় অপহৃত ব্যবসায়ী নুরুন্নবীকে।

আটককৃত ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে সম্প্রতি বোয়ালখালী ইউপি নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন।