এম এম সি মেহেদী কাটাখালী: ফকিরহাট মডেল থানায় অপহরনের পর ধর্ষন মামলার ভিকটিম কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত মুল আসামীকে আটক করেছে। ৪ আগষ্ট শনিবার ২২ ধারায় জবানবন্দী ও ডাক্তারী পরীক্ষার জন্য ভিটটিমকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সুমন চাটার্জী মামলার বরাত দিয়ে জানান, উপজেলার লখপুর ইউনিয়নের জাড়িয়া-মাইট কুমড়া গ্রামের মোঃ হুমায়ুন কবির ফরাজীর কন্যা ও জাড়িয়া ইসলামিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রসার দশম শ্রেনীর ছাত্রী (১৬) গত ১১/০৬/২০১৮ইং তারিখ সন্ধ্যায় একই এলাকার তার ফুফু মুর্শিদা বেগমের বাড়ী থেকে একাকী আসার পথে তাকে একলা পেয়ে একই গ্রামের বাসারাত মল্লিকের পুত্র ওলিউল্লাহ মল্লিক (১৮) সহ অজ্ঞাত এক যুবক মটরসাইকেলে এসে কিশোরীর গতিরোধ করে। এসময় উক্ত কিশোরী কিছু বুঝে উঠার আগেই তাকে ভয়ভিতি দিয়ে সু-কৌশলে অপহরন করে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃতের পিতা মোঃ হুমায়ুন কবির ফারাজী নিজ বাদী হয়ে ৩জনের নাম উল্লেখ করে সংশ্লিষ্ট মডেল থানায় অপরহরনের পর ধর্ষন অভিযোগে একটি মামলা করেন, যার নং-০১, তারিখ-০১/০৮/২০১৮ইং, ধারা-৭/৯(১)/ ৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন। এরপর গত ৩ আগষ্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে মূল আসামী ওলিউল্লাহ মল্লিকের বাড়ীতে পুলিশ এক অভিযান চালিয়ে ভিকটিম কিশোরীকে উদ্ধার ও মূল আসামী ওলিউল্লাহকে আটক করে। মামলার অন্য আসামী ওলিউল্লাহ এর পিতা বাসারাত মল্লিক ও চাচা ইসারাত মল্লিক পালিয়ে গেছে। তবে বিষয়টি প্রেমঘটিত হতে পারে বলে এলাকার একাধিক সূত্র জানিয়েছে।


