অপহৃত তিন মাসের শিশু উদ্ধারঃ অপহরণকারী আটক

আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে অপহৃত তিন মাসের শিশু শিনকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণকারীকে আটক করা হয়েছে।

শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান ভূঁইয়া।

তবে ওই শিশুকে কখন কোথা থেকে উদ্ধার করা হয়েছে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

মিজানুর রহমান জানিয়েছেন, এ বিষয়ে আজ কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।