অপারেশন ‘ডেভিল হান্ট’: চরফ্যাশনে নৌবাহিনীর মোটরযানে অভিযান, ২৭ হাজার জরিমানার

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ সারাদেশের মতো চরফ্যাশনেও অপারেশন “ডেভিল হান্ট” অভিযান অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় ১৬ফেব্রুয়ারি বিকাল ৩টায় চরফ্যাশন-ভোলা মহাসড়কের চরফ্যাশন টিবি স্কুলের সামনে মোটরযানের উপর যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে হেলমেট ও রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল  চালানোর দায়ে ৬টি মোটরসাইকেল মালিককে মামলা দেয়া হয়। মামলায় ৬জনের মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন ভোলা জেলা সার্কেল বিআরটি এর মোটরযান পরিদর্শক শাহাদাত হোসেন চৌধুরী, নৌবাহিনীর লেফটেন্যান্ট হোসাইন মোহাম্মদ বিল্লাল সহ সঙ্গীয় ফোর্স এবং চরফ্যাসন থানা পুলিশ।