
নিজস্ব প্রতিবেদক : মানুষের আয় ও ক্রয়ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশে অপুষ্টিতে ভোগা নারী-শিশুর সংখ্যা হ্রাস পেয়েছে এবং সেই সঙ্গে ভিক্ষুকদেরও সংখ্যাও অনেক কমেছে বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘নারী ও কন্যা শিশুদের খাদ্য পরিস্থিতি এবং খাদ্য অধিকার’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, আগের পরিসংখ্যান দিয়ে বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে হবে না। বর্তমানে নারী-শিশুর বৈষম্য যেমন কমেছে, ঠিক তেমনই অপুষ্টিজনিত রোগে ভোগা মানুষের সংখ্যাও হ্রাস পেয়েছে। প্রধানমন্ত্রীর উদ্যোগের পরিপ্রেক্ষিতে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের পাশি আমরা সকল বৈষম্যও কমাতে পেরেছি। আর এখন তো রাস্তায় ভিক্ষুকও তেমন দেখা যায় না।
তিনি আরো বলেন, কয়েক বছর আগেও একজন রিকশাচালক দিনে যা ইনকাম করত তা দিয়ে দেড় থেকে ২ কেজি চাল কিনতে হিমশিম খেতে হতো। আর বর্তমানে ওই রিকশাচালকের ইনকাম দিয়ে দিনে ৮ থেকে ১০ কেজি চাল কেনা সম্ভব। সুতরাং এতেই বোঝা যায়, মানুষের ক্রয়ক্ষমতা অধিক বৃদ্ধি পেয়েছে। কৃষক তাদের ন্যায্যমূল্যও পাচ্ছে।
খাদ্যমন্ত্রী বলেন, নারী ও শিশুদের প্রতি বৈষম্য ছিল। কিন্তু এখন আর নেই। এখন ঘরের মেয়েদের সমান অধিকার দেওয়া হয়। দুই-একজন কুলাঙ্গার বাবা থাকতে পারেন, যারা মেয়েদের সমান অধিকার দেন না। কিন্তু ওই ধারণা থেকে আমরা বের হয়ে এসেছি। মেয়েরা এখন কাজের ক্ষেত্রেও সমান অধিকার ভোগ করছে।
আগামী ৫ বছরে নারী ও শিশুদের প্রতি বৈষম্য ১ থেকে ২ শতাংশে নেমে আসবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের ৯ থেকে সাড়ে ৯ বছরে অনেক পরিবর্তন হয়েছে। আরো অনেক কাজ চলছে। নিরাপদ খাদ্যের জন্যও কাজ করা হচ্ছে। আগে মানুষের মধ্যে ফরমালিন ভীতি ছিল। এখন মানুষের মধ্যে ফরমালিন ভীতি নেই। মানুষ নির্বিঘ্নে ফল ও খাবার কিনছেন।
সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুর করীম, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আক্তার, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, খাদ্য অধিকার বাংলাদেশ সংগঠনের ভাইস চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম খালেদ, অ্যাকশন এইড বাংলাদেশের দেশীয় পরিচালক ফারাহ কবীর, ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশ দেশীয় পরিচালক সাকেব নবী, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী, সমন্বয়ক কানিজ ফাতেমা প্রমুখ।