বিনোদন ডেস্ক : ‘কোয়ান্টিকো’ টিভি সিরিজের মাধ্যমে মার্কিন মুলুকে বেশ জনপ্রিয়তা পেয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। আগামী বছর মুক্তি পাচ্ছে তার বেওয়াচ সিনেমাটি।
কিন্তু হলিউড সিনেমায় প্রিয়াঙ্কাকে দেখার অপেক্ষা আরো একটু বাড়ল তার ভক্তদের। সিনেমাটি মুক্তির তারিখ এক সপ্তাহ পিছিয়ে ২৬ মে করা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান প্যারামাউন্ট পিকচার্স এ ঘোষণা দিয়েছে।
এর আগে সিনেমাটি ১৯ মে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছিল কিন্তু এখন তা এক সপ্তাহ পরে মুক্তি পাবে। একই দিনে মুক্তি পাবে জনি ডেপ অভিনীত সিনেমা পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান : ডেড ম্যান টেল নো টেল।
বেওয়াচ সিনেমাটি পরিচালনা করছেন ‘হরিবল বসেস’ এবং ‘আইডেনটিটি থিফ’ খ্যাত পরিচালক সেথ গর্ডন এবং প্রযোজনায় রয়েছেন ডোয়াইন জনসন। এ ছাড়া প্রযোজনায় আরো আছেন মাইকেল বার্ক, গ্রেগ বোনান, বেউ ফ্লিন, জ্যানি গার্সিয়া, ইভান রেইটম্যান এবং ডগলাস সোয়ার্টজ।
বেওয়াচ সিনেমায় ৩৪ বছর বয়সি প্রিয়াঙ্কা চোপড়াকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে। প্রিয়াঙ্কা, ডোয়াইন জনসন এবং পামেলা অ্যান্ডারসন ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন জ্যাক এফরন, অ্যালেজান্ড্রা ডাডারিও এবং কেলি রোহরবাচ।