অপেক্ষা শিরোনামের গানে কন্ঠ দিলেন রানা

বিনোদন ডেস্কঃ ক্লোজআপ ওয়ান প্রতিযোগীতার মাধ্যমে পরিচিতি পান সংগীতশিল্পী এইচ এম রানা। এর পর থেকেই শুরু হয় তার গানের যাত্রা। একে একে কিছু গান উপহার দেন শ্রোতাদের। জানা যায়, সম্প্রতি “অপেক্ষা” শিরোনামের একটি গান গেয়েছেন তিনি, শেষ করেছেন নতুন এ গানের শুটিংও।

গানটি প্রসঙ্গে রানা বলেন, ‘উভচর’ শিরোনামের একটি ব্যান্ড মিক্সড অ্যালবামে প্রকাশিত হয়, তারপর গানটি শুনে আমার শ্রোতা ভক্তরা অনুরোধ করেন সফ্ট মেলোডি ধাচের গানটির মিউজিক ভিডিও করার। সেই থেকেই মূলত সময় আর সুযোগ খুঁজতে থাকা। গানটির চমৎকার কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন নমন ভাই নিজেই। তারপর হুট করে একদিন কক্সবাজারে ঘুরতে গিয়েই বেশকিছু মনোরম লোকেশানে গানটির শুট করে ফেলি।’

ভালোবাসার প্রিয় মানুষটির অপেক্ষার প্রহর গুনতে থাকা এক অন্ধ প্রেমিকের পথ চলার গল্প নির্মিত হয়েছে মিউজিক ভিডিওটি। ভিডিও নির্মাণ, প্রযোজনা ও পরিচালনা করেছেন আফিয়া ফারজানা। কিছুদিনের মধ্যেই এইচ এম রানার নিজস্ব ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন টিভি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হবে মিউজিক ভিডিওটি।

আট বছর গননাট্যের সঙ্গে থিয়েটারের মঞ্চে অভিনয় করেছেন রানা। গানের পাশাপাশি অভিনয়ের প্রস্তাব পেলে তা করার ইচ্ছে আছে তার। শখের বসেই এক সময় রানা টিভি অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। রেডিও জকি হিসেবেও কাজ করেছেন টানা ছয় বছর।