
নিজস্ব প্রতিবেদক :
শিশু আইনের অসংগতি দূরীকরণে আদালতের নির্দেশ অনুসারে যথাসময়ে ব্যাখ্যা দাখিল না করায় আইন সচিব, সমাজকল্যাণ সচিব ও লেজিসলেটিভ ও ড্রাফটিং সচিবের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আগামী তিন সপ্তাহের মধ্যে তাদেরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ওই কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম মনিরুজ্জামান কবির।