গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়ক অবরোধ করতে গিয়ে বাসচাপায় রায়হান আলী (৪৫) নামে এক পরিবহনশ্রমিক নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কোমরপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
রায়হান গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আশকোর আলীর ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বাশার বলেন, গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা পরিবহন মালিক সমিতির মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এ দ্বন্দ্বের জের ধরে গাইবান্ধা পরিবহন মালিক সমিতি মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়।
তিনি আরো বলেন, সোমবার সকালে গোবিন্দগঞ্জ পরিবহন মালিক সমিতি বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে। অবরোধ চলাকালে বগুড়া থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী একটি বাস গোবিন্দগঞ্জে পৌঁছালে শ্রমিকেরা বাসটি থামানোর চেষ্টা করেন। কিন্তু চালক না থামিয়ে রায়হানকে চাপা দিয়ে চলে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
গোবিন্দগঞ্জ পরিবহন মালিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম রাজু বলেন, বাস থামাতে গিয়ে রায়হান আলী নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা উপজেলার চতুরঙ্গ মোড়ে বগুড়া-রংপুর মহাসড়ক অবরোধ করে রেখেছেন।