অবশেষে এলাকাবসীর হাত থেকে উদ্ধার করা হল বিরল প্রজাতির ৪ টি পাখি

মোহাম্মদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সাতনালা ইউনিয়নের ঝারুয়ার পাড় এলাকায় বিরল প্রজাতির ৪ টি পাখি উদ্ধার করেছে দিনাজপুর বন-বিভাগ। গতকাল বহৃস্পতিবার সকাল ১১ টায় পাখি গুলোকে চিরিরবন্দর প্রাণীসম্পদ এর সহাযোগীতায় উদ্ধার করা হয় ।
জানা যায় গত বুধবার বিকালে ফুটবল খেলতে গিয়ে এমন সময় হঠাৎ করে একটি বিরল প্রজাতির পাখি বাশঁঝাড়ে পড়লে সবাই ছুটে গিয়ে পাখিটিকে ধরে রাখে ।এছাড়া জানা যায় একই এলাকার বিভিন্ন স্থানে একই রকমের আরো চারটি পাখি মাটিতে পড়লে এলাকাবাসী ধরে রাখে।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মো: আবু সাঈদ জানান, আমরা পাখি গুলো দ্রুত উদ্ধার করে আমরা পাখি গুলোকে চিকিৎসা ও স্যালাইন দিয়ে সুস্থ করার চেষ্টা করি তবে এগুলো শগুন পাখি হবে। পরে পাখি গুলোকে চিরিরবন্দর বন বিভাগের কাছে হস্তান্তর করি।
চিরিরবন্দর বন-বিভাগ কর্মকর্তা মো: আমজাদ হোসেন জানান, আমারা পাখি ৪টিকে দিনাজপুর বন-বিভাগ ডিভিসনাল অফিসে পাঠানোর ব্যবস্থা করছি। তিনি আরো জানান, পাখি গুলো সুস্থ হয়ে উঠলে তাদের আকাশে উড়ে দেওয়া হবে।