বিনোদন প্রতিবেদক : আলোচিত উপস্থাপিকা ও অভিনয়শিল্পী নওশীন। ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। কাজ করেছেন কয়েকটি চলচ্চিত্রেও। কিন্তু এখনো মুক্তি পায়নি তার অভিনীত কোনো সিনেমা। তবে এবার মুখোশ মানুষ : দ্য ফেক শিরোনামের চলচ্চিত্র নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হচ্ছেন তিনি।
ইয়াসির আরাফাত জুয়েল পরিচালিত এ সিনেমাটি আগামী ১৬ ডিসেম্বর সারা দেশে মুক্তি পেতে যাচ্ছে। এতে নওশীনের বিপরীতে অভিনয় করেছেন আদনান ফারুক হিল্লোল। এছাড়াও এতে আরো অভিনয় করেছেন লামিয়া মিমো, রাইজা রশীদ ও মাহমুদুল ইসলাম মিঠুসহ আরো অনেকে।
প্রথমে এটি টেলিফিল্ম হিসেবে নির্মাণ করা হয়। পরবর্তীতে এতে দৃশ্য সংযোজন বিয়োযোজন করে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দেন নির্মাতা।
সিনেমাটির প্রকাশিত ট্রেইলার হিল্লোল-নওশীনকে অন্তরঙ্গ দৃশ্যে দেখা গেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ মিডিয়ায় সমালোচিত হয়েছেন নওশীন। তবে এসব দৃশ্যের সংস্কার করে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দেয়া হয়েছে বলে জানা গেছে।
nowshin
নওশীন অভিনীত আরো তিনটি সিনেমা হলো- শফিকুল ইসলাম ভৈরবীর সোয়া চান পাখি, ডায়েল রহমানের দুদু মিয়া এবং শঙ্খ দাশগুপ্তের হ্যালো অমিত। তবে এখনো আলোর মুখ দেখেনি এই চলচ্চিত্রগুলো।