অবশেষে পুঁজিবাজারে সূচকের উত্থান

অর্থনৈতিক প্রতিবেদক : সপ্তাহের প্রথম দুই দিনের পতন কাটিয়ে আজ উত্থানে ফিরেছে পুঁজিবাজার। আজ দুই বাজারেই মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে।

এদিন সকাল সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৮৬ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, জুন ক্লোজিং সম্পন্ন হওয়া প্রায় ৬০টিরও বেশি কোম্পানি বুধ, বৃহস্পতি ও রোববার সম্মিলিতভাবে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কিন্তু কোম্পানিগুলোর প্রথম প্রান্তিকের আশানুরূপ ইপিএস ভালো না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রি করে বেরিয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। তাই গতকাল সোমবার সকাল থেকেই সেল প্রেসারে সূচকের পতন হচ্ছিল। এমনকি সারা দিনও একই ধারা অব্যাহত থাকে। তবে আজ তার ধাক্কা সামলেছে বিনিয়োগকারীরা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ৯৭টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৬২ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭৫৪ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। সকাল সাড়ে ১১টা পর্যন্ত সিএসইতে ৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩৪০ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, কমেছে ৪৮টির ও অপরিবর্তিত রয়েছে ২০টির।