বিনোদন ডেস্ক :
২০১৫ সালের ৭ জুলাই দিল্লির মেয়ে মিরা রাজপুতকে বিয়ে করেন বলিউড অভিনেতা শহিদ কাপুর। বছর ঘুরতেই তাদের ঘর আলোকিত করে এলো নতুন অতিথি।
বাবা হলেন বলিউড অভিনেতা শহিদ কাপুর। ২৬ আগস্ট শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে মুম্বাইয়ের খারে অবস্থিত হিন্দুজা হেলথকেয়ার সার্জিক্যাল হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন শহিদের স্ত্রী মিরা।
স্বাভাবিকভাবেই সন্তানের জন্ম দিয়েছেন মিরা। বাচ্চার ওজন হয়েছে ২.৮ কেজি। মা এবং সন্তান দুজনেই সুস্থ আছেন। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
সম্প্রতি হাসপাতালে ভর্তি করা হয় মিরা রাজপুতকে। সে সময় থেকে শহিদ স্ত্রীর পাশেই ছিলেন। এ ছাড়া হাসপাতালে ভর্তির পর পুত্রবধূকে দেখতে ছুটে এসেছিলেন শহিদের বাবা-মা। এরপর থেকেই সুখবরের আশা করছিলেন শহিদ ভক্তরা।