
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ বিভিন্ন জাতীয়, স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকা সহ বেশ কয়েকটি অনলাইন পত্রিকায় কৃষকের সেচ সংযোগ বি ত হওয়ার খবর প্রকাশিত হওয়ায় অবশেষে নড়ে-চড়ে বসেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। গ্রীড, সাব স্টেশন ও ৩৩ কেভি স ালন লাইন ওভার লোড দেখিয়ে দীর্ঘ দিন নতুন সেচ সংযোগ বন্ধ রাখলেও অধিক লাভজনক আবাসিক, বাণিজ্যিক ও শিল্প-কারখানায় বিদ্যূৎ সংযোগ অব্যাহত রেখেছিল কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যূৎ সমিতি। কর্তৃপক্ষের স্বেচ্ছাচারী সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় ভূরুঙ্গামারী উপজেলার সেচ প্রত্যাশী বিক্ষুব্ধ কৃষকরা মানব বন্ধনের প্রস্তুতি নিলে কুড়িগ্রাম পবিস জিএম আলী হোসেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এর কার্যালয়ে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ কৃষকদের পর্যায়ক্রমে সেচ সংযোগ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে উদ্ধুদ পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরি খোকন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাহজাহান সিরাজ, পল্লী বিদ্যুতের সাবেক এলাকা পরিচালক আব্দুর রৌউফ মোল্লা, প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল হক, বিভিন্ন পত্রিকার সংবাদকর্মী ও সেচ প্রত্যাশী শত শত কৃষক উপস্থিত ছিলেন।
তবে সেচ সংযোগ দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করা না হলে ভবিষ্যতে বৃহৎ আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সংযোগ প্রত্যাশী কৃষকদের।