ডেক্স: স্পোর্টস অ্যাকসেসরিজ নির্মাতা বিখ্যাত প্রতিষ্ঠান নাইকির বহুল আলোচিত সেলফ লেসিং কেডস আসছে এ বছরের ২৮ নভেম্বর। নাইকি যখন এই কেডস উৎপাদনের ঘোষণা দেয় তখন থেকেই গ্রাহকদের মাঝে সৃষ্টি হয় উম্মাদনা। আর গুনতে থাকে অপেক্ষার প্রহর।
এবার তাদের সেই অপেক্ষার পালা শেষ, নাইকির মুখপাত্র তার এক টুইটার বার্তায় ঘোষণা দিয়েছে, আগামি ২৮ নভেম্বর আসছে তাদের এই বহুল আলোচিত পণ্যটি। নাইকির মুখপাত্র হেইডি বারগেট তারিখ ঘোষণা করলেও এর দাম বা কোন কোন স্টোরে পাওয়া যাবে সেবিষয়ে কিছু জানাননি।
তাদের এই কেডস এর অফিসিয়াল নাম হচ্ছে সেলফ লেসিং হাইপার অ্যাডাপ্ট ১.০ স্নিকার। এই কেডসের বৈশিষ্ট্য হচ্ছে, এটা পায়ে গলানোর সঙ্গে সঙ্গে আপনার পায়ের মাপ মতো ফিতা বা লেস স্বয়ংক্রিয় বেঁধে নিবে। তাছাড়া এর আরো কিছু ডিজিটাল সুবিধাও আছে।