
নিজস্ব প্রতিবেদক : র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, অবসরে যাওয়া বিচারকদের নিয়ে মাদকবিরোধী বিশেষ আদালত গঠন করা যেতে পারে। সেক্ষেত্রে মাদক মামলার আসামিদের দ্রুত বিচারশেষ হবে। যা মাদক নির্মূলে বিশেষ ভূমিকা রাখতে পারে। রোববার রাজধানীর একটি হোটেলে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। মাদকবিরোধী ‘অ্যাকশন প্ল্যান’ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে র্যাব প্রধান আরো বলেন, দেশের নিম্ন আদালতে বর্তমানে ৩০ লাখ মামলা পেন্ডিং আছে। অনেক আসামি ধরা হয় কিন্তু মামলার জট ও দীর্ঘসূত্রিতার কারণে বাদি সাক্ষী না পাওয়ায় পার পেয়ে যায়। ৬৪ জেলায় শুধুমাত্র মাদক-সংক্রান্ত আসামিদের বিচারের জন্য একটি আলাদা আদালত হতে পারে। সেটা ৫-৬ বছরের জন্যই হোক। অবসরপ্রাপ্ত বিচারক দিয়ে প্রতি জেলায় একটা করে তিন সদস্য বিশিষ্ট বিশেষ আদালত করা যেতে পারে। বিশেষ আদালতের জন্য নতুন করে নিয়োগ দিতে হলে অনেক দীর্ঘসূত্রিতা দেখা যাবে। আর দেশের ৩৬ হাজার বন্দির ধারণ ক্ষমতার জেলখানায় ৯০ হাজার বন্দি রয়েছে। বন্দিদের ৪৪ শতাংশই মাদক মামলার আসামি।’ বেনজীর বলেন, বঙ্গোপসাগরের কোনো দ্বীপ বা বিচ্ছিন্ন কোনো জায়গায় জেল হতে পারে। আবার মাদক মামলার আসামিদের আলাদা করতে হবে। পাশপাশি মাদকে একমাত্র শাস্তি হতে হবে মৃত্যুদণ্ড। মাদক বিক্রয়, সেবন সবক্ষেত্রেই সর্বোচ্চ সাজার বিধান থাকতে হবে। কক্সবাজারে মাদকের গডফাদার, গডমাদারদের আইনের আওতায় আনা হবে।