অবসাদে ভুগেছেন: মধুমিতা

দুই বাংলায় ‘পাখি’ নামেই পরিচিত জনপ্রিয় এই অভিনেত্রী। ‘বোঝে না সে বোঝে না’ সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন টলিউড অভিনেত্রী মধুমিতা সরকার। বর্তমানে তাকে কাজ করতে দেখা যাচ্ছে ছবিতে।

এরই মধ্যে অভিনয় করেছেন তিনটি সিনেমায়। যার মধ্যে মুক্তি পেয়েছে ‘লাভ আজ কাল পরশু’ আর ‘চিনি’। অপেক্ষায় আছে ‘ট্যাংরা ব্লুজ’ সিনেমাটি। ১৫ এপ্রিল মুক্তির কথা রয়েছে সিনেমাটির।

এক সাক্ষাৎকারে মধুমিতা এক প্রশ্নের উত্তরে বলেন, ‘বোঝে না সে বোঝে না’ শেষ হয়েছে, আমার ‘পাখি’ ইমেজও ফুরিয়েছে। দর্শক এত দিন ধরে সেটা মনে রেখেছেন। ৩টি সিনেমার পর আমার মা-বাবার দেওয়া ‘মধুমিতা সরকার’ নামটা আস্তে আস্তে জায়গা করে নিচ্ছে সবার মনে। এটা সত্যিই আমার কাছে খুবই বড় ব্যাপার।

আপনি কি অবসাদে ভুগেছেন এমন প্রশ্নের উত্তরে মধুমিতা বলেন, ‘হ্যাঁ, ভুগেছি। কারোর সাহায্য না নিয়েই বেরিয়ে এসেছি সেখান থেকে। আমাকে কেউ, কোনো দিন অবসাদ থেকে টেনে তোলেনি। নিজেকেই নিজে ঠেলে ঠেলে বের করে নিয়ে এসেছি।’