
একজন অবাঞ্ছিত শিশুকন্যা হওয়া সত্ত্বেও নিজের কাজের মধ্যে নিজের প্রয়োজনীয়তাকে প্রমাণ করতে পেরেছেন বলে মন্তব্য করলেন কঙ্গনা রানাউত।
টুইটারে তিনি লেখেন, আমি ছিলাম অবাঞ্ছিত শিশুকন্যা। আজ আমি সেরা চলচ্চিত্র নির্মাতা, শিল্পী ও টেকনিশি-য়ানদের সঙ্গে কাজ করি। অর্থ নয়, খ্যাতি নয়, আমি আমার কাজ ভালোবাসি।
আর এতেই বিতর্কের শুরু। সোশ্যাল মিডিয়ায় করা তার বহু পোস্টেই বিতর্ক সৃষ্টি করে। তা সত্ত্বেও নিয়মিতই পোস্ট করেন কঙ্গনা।
তিনি আরও বলেন, যখন দুনিয়া আমার দিকে তাকিয়ে বলে এটা একমাত্র তুমিই করতে পারো, আমি বুঝতে পারি আমি অবাঞ্ছিত হতে পারি, কিন্তু আমাকে দরকার ছিল।
বরাবরই স্পষ্টবক্তা তিনি। এই মুহূর্তে নিজের ক্যারিয়ার নিয়ে খুবই ব্যস্ত কঙ্গনা। সম্প্রতি ক্যারিয়ারের চতুর্থ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী।