অবৈধভাবে চরের মাটি কাটার দায়ে ৩৬ শ্রমিককে কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে অবৈধভাবে চরের মাটি কাটার দায়ে ৩৬ শ্রমিককে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত এদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভিষেক দাস। এ সময় মাটি বহনকারী দুটি বাল্কহেড (জাহাজ বিশেষ) আটক করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।

অভিষেক দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলার রাজ রাজেস্বর এলাকায় মেঘনা নদীর চরে অবৈধভাবে মাটি কাটার সময় দুটি বাল্কহেডসহ ৩৬ জন শ্রমিককে আটক করা হয়। এ সকল শ্রমিকের বাড়ি পাবনা জেলায়। এ সব শ্রমিক মুন্সীগঞ্জ থেকে দুটি বাল্কহেড নিয়ে কারো অনুমতি ছাড়া মাটি কাটছিলেন।

কারাদণ্ডপ্রাপ্ত শ্রমিকদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। জব্দকৃত বাল্কহেড দুটি কোস্টগার্ডের হেফাজতে রয়েছে।