অবৈধভাবে বিকাশের মাধ্যমে মানি লন্ডারিং করায় আট বিকাশ এজেন্টকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : বুধবার রাতে দেশের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ৯টি মানি লন্ডারিং মামলা রয়েছে। রেমিট্যান্সের অর্থ অবৈধভাবে বিকাশের মাধ্যমে মানি লন্ডারিং করায় আট বিকাশ এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। সিআইডির সিনিয়র এএসপি শারমিন জাহান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।