অবৈধভাবে মাছ ও হরিণ শিকারে তিন চোরা শিকারিকে আটক

সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে মাছ ও হরিণ শিকারের প্রস্তুতিকালে তিন চোরা শিকারিকে আটক করেছে বন বিভাগ। শনিবার (০৮ এপ্রিল) সকালে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র সংলগ্ন একটি খাল থেকে বনরক্ষীরা তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে মাছ শিকারের জন্য থাকা অবৈধ নেট জাল, হরিণ শিকারের ফাঁদ, ড্রাম, চার পিস সুন্দরী কাঠ ও একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়। আটকরা হলেন- বাগেরহাট জেলার মোংলা উপজেলার চিলা কেওড়াবুনিয়া গ্রামের মৃত মোবারক শেখের ছেলে মো. অসীম শেখ (৩৫), একই উপজেলার দক্ষিন কানমারি গ্রামের মো. খলিল শিকারীর ছেলে মো. জাকির হোসেন (৩৪) ও চিলা বাজার এলাকারমিঠু নাথৈর ছেলে সাগর নাথ (২৩)।আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বন বিভাগ। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মাহবুব হাসান বলেন, অবৈধভাবে বনের অভ্যন্তরে ঢুকে বিষ দিয়ে মাছ শিকার এবং হরিণ শিকারের পায়তারা করছিল তিন ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। তাদের কাছে সুন্দরবনে মাছ ধরার কোনো পারমিট ছিল না।