আন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্কে ট্রাম্পের হাত থেকে অবৈধ অভিবাসীদের রক্ষা করবেন বলে জানিয়েছেন শহরটির মেয়র বিল দে ব্লাসিও।
বুধবার ট্রাম্প টাওয়ারে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে এক বৈঠকে ব্লাসিও এ কথা বলেন।
তিনি ট্রাম্পকে সতর্ক করে দিয়ে বলেন, নিউ ইয়র্কের লোকজন ট্রাম্পের হোয়াইট হাউস প্রশাসন কেমন হবে, তা নিয়ে ‘আতঙ্কে’ আছে।
ব্লাসিও ট্রাম্পকে এও জানিয়ে দেন যে, ট্রাম্প যদি নিউ ইয়র্ক থেকে অবৈধ অভিবাসীদের বের করে দেওয়ার চেষ্টা করেন, তাহলে তিনি তাদের রক্ষা করবেন। ট্রাম্পের প্ল্যান ‘অভিবাসীদের চূড়ান্ত শহরে’ কার্যকর হবে না।
উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্র থেকে ৩০ লাখ অবৈধ অভিবাসীকে বের করে দেবেন অথবা জেলে ভরবেন।