অবৈধ অভিবাসীবিরোধী অভিযান: মালয়েশিয়ায় ১৮ বাংলাদেশিসহ ২৩৫ জন আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে দুই প্রদেশ থেকে ১৮ জন বাংলাদেশিসহ ২৩৫ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামার ও অভিবাসন বিভাগের বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার ভোর ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত দেশটির মালাক্কা প্রদেশ ও কুয়ালা তেরেঙ্গানুতে পৃথক সময়ে অভিযান চালিয়ে ২৩৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। আটক ২৩৫ জনের মধ্যে ১৮ বাংলাদেশি ও ইন্দোনেশিয়ার ১৭ নাগরিক রয়েছেন।

মালয়েশিয়ার মালাক্কা প্রদেশে ইমিগ্রেশন বিভাগের যৌথ অভিযানে একটি ডুরিয়ান (মালয়েশিয়ার জাতীয় ফল) বাগানে লুকিয়ে থাকা ৩৫ জন অভিবাসীকে আটক করা হয়েছে। এর মধ্যে ১৮ জন বাংলাদেশি এবং ১৭ জন ইন্দোনেশীয় নাগরিক রয়েছেন। তাঁদের বৈধ কাগজপত্র না থাকার কারণে আটক করা হয়েছে।

আটক করা সব অভিবাসীদের মাচাম্বু ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানোর আগে কোভিড-১৯-এর পরীক্ষা করতে জেলা স্বাস্থ্য কেন্দ্রে (পিকেডি) নেওয়া হয়েছে।

এদিকে, কুয়ালা তেরেঙ্গানু এলাকার কয়েকটি নির্মাণ সেক্টরে অভিযান চালিয়ে করে ২০০ জন অভিবাসীকে আটক করা হয়েছে। তবে, এই অভিযানে কত জন বাংলাদেশি বা অন্যান্য দেশের কত জন নাগরিক রয়েছেন, প্রতিবেদন তা উল্লেখ করা হয়নি।