অবৈধ গ্যাস ও জ্বালানি তেল সংযোগ বিচ্ছিন্নে বিশেষ অভিযান

বিপুল পরিমাণ জরিমানা আদায়
২৩ সেপ্টেম্বর ২০২৫

দেশব্যাপী অবৈধ গ্যাস ও জ্বালানি তেল সংযোগ এবং বিক্রয় কার্যক্রমের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত পৃথক মোবাইল কোর্টে বিপুল পরিমাণ জরিমানা আদায় করা হয় এবং অবৈধভাবে ব্যবহৃত গ্যাস সরঞ্জাম ও পাইপ জব্দ ও অপসারণ করা হয়।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা

নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন, মিল্টন রায় এবং সৈকত রায়হানের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, নারায়ণগঞ্জের রূপগঞ্জ এবং ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালিত হয়।

  • ব্রাহ্মণবাড়িয়া (বাঞ্ছারামপুর):
    কালিকাপুর ও রাধানগর এলাকায় ৭০টি আবাসিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া “মিস্টার কিচেন” ও “পিজ্জা বয়” নামের দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করা হয়। ৮ জন আবাসিক গ্রাহককে ৪০ হাজার টাকা এবং দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রায় ৬০০ ফুট এমএস পাইপ, বার্নার ও ওভেন জব্দ করা হয়।

  • নারায়ণগঞ্জ (রূপগঞ্জ):
    রূপসী এলাকায় ৪টি চুনা কারখানা ও ৩টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের (হোটেল, চায়ের দোকান) অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ৮৭০ ফুট পাইপ ও সরঞ্জাম জব্দসহ অভিযুক্তদের মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

  • ঢাকা (কেরানীগঞ্জ):
    চড়াইল ও বোরহানিবাগ/মুসলিমবাগ এলাকায় একটি ওয়াশিং কারখানা, একটি তারের কারখানা এবং একটি চারতলা আবাসিক ভবনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কারখানাগুলোতে বয়লার, ড্রায়ার, তাপাই ভাট্টিসহ উচ্চ ক্ষমতা সম্পন্ন স্থাপনা ছিল। অভিযানে ২৯০ ফুট পাইপ, দুটি বল ভালভ ও একটি কম্প্রেসর সেট জব্দ করা হয়। এসব সংযোগ বিচ্ছিন্নের ফলে প্রতি মাসে আনুমানিক ২৩,২৪৫ ঘনমিটার গ্যাস সাশ্রয় সম্ভব হবে, যার বাজারমূল্য প্রায় ৬ লাখ ৮০ হাজার টাকা।

অবৈধ জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে অভিযান

অন্যদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে নরসিংদীর মনোহরদীতে অনুমোদনহীন ও ভেজাল জ্বালানি বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এসময় একটি অবৈধ প্রতিষ্ঠান থেকে ৫৭০ লিটার ডিজেল ও ২৭৫ লিটার পেট্রল জব্দ করা হয়।

সরকারের অবস্থান

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, এসব অভিযান সরকারের জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার অঙ্গীকারেরই প্রতিফলন। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা আদায়ের মাধ্যমে জ্বালানি অপচয় রোধে কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে।