অবৈধ বন্যপ্রাণী বেচাকেনা ও আইনের প্রয়োগ বিষয়ক কর্মশালা

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ হলে মঙ্গলবার সকালে ‘অবৈধ বন্যপ্রাণী বেচাকেনা ও এর আইনের প্রয়োগ’ বিষয়ক সচেতনতামূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার সোহেল রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা গোবিন্দ চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন, স্বাগত বক্তব্য রাখেন শেরপুরের সহকারী বন সংরক্ষক আব্দুর রহমান, শেরপুর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আছমত আরা আছমা, ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী দেওয়ান, বাংলার কাগজ সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রমুখ।
এতে জেলার সীমান্তবর্তী তিন উপজেলার বন বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ ছাড়াও বিজিবি প্রতিনিধি ও উপজেলার ভারত সীমান্তবর্তী তিন ইউনিয়নের চেয়ারম্যানগণ অংশ নেন।