
মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ীঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নন্নী সঃ প্রাঃ বিদ্যালয়ের জায়গা বেদখল করেছে একটি প্রভাবশালী মহল। ফলে নন্নী সঃ প্রাঃ বিদ্যালয় ও নন্নী হাই স্কুলের দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্কুলের দীর্ঘ দিনের চলাচলের রাস্তা বন্ধ করায় শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ও বিদ্যালয় সূত্রে, ১৯৩৮ সালে নন্নী সঃ প্রাঃ বিঃ ও ১৯৫৯ সালে নন্নী উচ্চ বিদ্যালয় স্থাপিত হয়। দীর্ঘদিন যাবৎ এই বিদ্যালয় দুটির শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এই একই রাস্তা ব্যবহার করে বিদ্যালয়ে আসা যাওয়া করেন। এঅবস্থায় এই বিদ্যালয়ের জায়গায় প্রভাবশালী মহল বিশেষ করে নন্নী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ, নন্নী ইউপি সদস্য আবদুল্লাহ, কৃষি বিভাগের সীড ষ্টোর ও প্রানী কল্যান কেন্দ্র স্থাপনা নির্মান করে। পরবর্তীতে উল্লেখিত স্থাপনাকারীদের
অবৈধ দখল ছেড়ে দেওয়ার জন্য বারবার নিষেধ তাগাদা দেওয়া সত্বেও তারা কোন কর্নপাত করেনি বরং শক্তপোক্ত ভাবেই স্থাপনা নির্মানে অগ্রনী ভূমিকা পালন করছে বলে জানায় এলাকাবাসী ও শিক্ষকবৃন্দ। তাদের দাবী অবিলম্বে এই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ ও শিক্ষক, শিক্ষার্থীদের যাতায়াতের পথ খুলে দেওয়ার আহাবান জানান। এ ব্যাপারে নন্নী সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বলেন, আমরা এইসব অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যাপারে
উর্দ্ধতন মহলের নিকট পত্র প্রেরন করেছি। পরবর্তী পত্র পাওয়ার পরপরই ব্যবস্থা গ্রহন করা হবে। এলাকাবাসী উবায়দুল ইসলাম বাদল জানান, এই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ ও যাতায়াতের রাস্তা প্রসস্থ করাসহ জরুরী পদক্ষেপ গ্রহন করা প্রয়োজন। নন্নী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান রিটন বলেন, বিদ্যালয়ের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের ব্যাপারে আমি সার্বিক সহযোগিতা করবো।