ক্রীড়া ডেস্ক : বাংলাদেশ সফরে আসবেন কি আসবেন না তা নিয়ে দ্বিধায় রয়েছেন ইংল্যান্ডের সীমিত পরিসরের অধিনায়ক উইয়ন মরগান। ভারত ও বাংলাদেশে পূর্বে বাজে অভিজ্ঞতা থাকায় বাংলাদেশ সফর নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না ইংলিশ অধিনায়ক।
বৃহস্পতিবার এএফপিকে মরগান বলেন,‘আমি ওখানে (ভারত ও বাংলাদেশে) একাধিকবার বাজে পরিস্থিতির মুখোমুখি হয়েছি। তখন থেকেই চিন্তা ছিল এ ধরনের পরিস্থিতির মুখোমুখি নিজেকে কখনই ঠেলে দেব না।’
২০১০ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচের আগে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে দুটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সে সময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স দলে খেলেছিলেন মরগান। কঠোর নিরাপত্তায় সেখানে ম্যাচ হলেও পরবর্তীতে মুম্বাইয়ে বেঙ্গালুরুর সব ম্যাচ সরিয়ে নেওয়া হয়। তবে মরগান দলের সঙ্গে ছিলেন না। ম্যাচের পর সরাসরি দেশের বিমান ধরেন বাঁহাতি এ ব্যাটসম্যান। ২০১৩ সালে গাজী ট্যাংক ক্রিকেটার্সের হয়ে ঢাকা লিগে খেলতে এসেছিলেন এ ইংলিশ ক্রিকেটার। সে সময়ে প্রাক নির্বাচনী সহিংসতায় বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি কিছুটা অস্থিতিশীল ছিল। খেলতে এসেও বেশিদিন ঢাকায় থাকেননি মরগান। অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হওয়ায় কিছুটা ভীত সন্ত্রস্ত ইংলিশ অধিনায়ক!
এরই মধ্যে অবশ্য বাংলাদেশ সফরের সিদ্ধান্ত নিয়েছেন মঈন আলী ও জনি বেয়ারস্টো। টেস্ট অধিনায়ক অ্যালেস্টার কুকও সফরে দলকে নেতৃত্ব দেওয়ার কথা জানিয়েছেন। ওয়ানডে অধিনায়ক উইয়ন মরগানসহ যারা দ্বিধায় ভুগছেন, তাদের সিদ্ধান্ত নিতে শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের ডিরেক্টর অ্যান্ড্রু স্টস। আগামী ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ সফরের জন্যে ইংল্যান্ডের দল ঘোষণার কথা রয়েছে।