অভিনেতা আবীর চট্টোপাধ্যায় কোভিড ১৯ আক্রান্ত

টালিউডের জনপ্রিয় অভিনেতা আবীর চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হয়েছেন।

রোববার (২০ ডিসেম্বর) তার ভেরিফাইড ফেসবুক পেইজে তিনি এ খবর জানান।

ফেসবুক পোস্টে এ অভিনেতা জানান, সমস্ত সতর্কতা অবলম্বন করেই শুটিং হচ্ছিল। তিনি ও তার দল প্রত্যেকেই সব নিয়মকানুন মেনেই কাজ করছিলেন। কিন্তু শেষরক্ষা করা গেল না। কোনও এক ফাঁকতালে শরীরে ছড়াল সংক্রমণ।

আবির এ বিষয়ে আরও জানান, তার শরীরে করোনার কোনও উপসর্গ নেই। তিনি মোটামুটি সুস্থই আছেন। শুধু স্বাদ আর গন্ধটা একেবারেই পাচ্ছে না। আপাতত আইসোলেশনে রয়েছেন অভিনেতা। জানিয়েছেন, শীঘ্রই বাড়ির অন্য সদস্যদেরও করোনা টেস্ট করা হবে। তার প্রার্থনা, তার থেকে যেন কেউ সংক্রমিত না হয়ে থাকেন।

একইসঙ্গে যারা সম্প্রতি তার সংস্পর্শে এসেছিলেন, তাদের করোনা পরীক্ষার আবেদন জানিয়েছেন এ অভিনেতা।

সূত্রঃ সংবাদ প্রতিদিন।